ভৌত বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


41) পৃথিবীর সঙ্গে বায়ুমন্ডল জড়িয়ে আছে, কারণ—
A) অভিকর্ষ
B) পৃথিবীর আবর্তন
C) পৃথিবীর চৌম্বকক্ষেত্র
D) বাতাস ও মেঘ

42) যখন কোনো বস্তুকে কোনো তরলে সম্পূর্ণ বা আংশিক ডোবানো হয়, তখন তার ওজন কমে যায়। এই ওজন হ্রাস সমান হয়
A) বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের
B) বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের
C) সম আয়তন জলের
D) সম আয়তন তরলের

43) কয়লার দহনে উৎপন্ন হয় :
A) কার্বন ডাইঅক্সাইড
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) নাইট্রোজেন ও অক্সিজেন উভয়ই

44) কেপলারের সূত্র কোন্ বিষয়ের সাথে সম্পর্কিত?
A) গ্রহের গতি
B) শক্তি সংরক্ষণ সূত্র
C) মাধ্যাকর্ষণ শক্তি
D) এদের কোনোটিই নয়

45) কোন্ তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশী হয়?
A) 0°C
B) 100°C
C) 4°C
D) 50°C

46) হাইড্রলিক প্রেস (Hydraulic Press) যে পদ্ধতি অনুসারে কার্য করে—
A) পাসক্যাল সুত্র
B) বারনৌলির নীতি
C) আর্কিমিডিসের নীতি
D) ব্রয়েলের সূত্র

47) রোধের (রেজিস্ট্যানস) একক হল
A) জুল
B) ওহম
C) নিউটন
D) অ্যাম্পিয়ার

48) একটি ডায়নামো পরিণত করে:
A) তাপ শক্তিকে বৈদুত্যিক শক্তিতে
B) রসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে
C) যান্ত্রিক শক্তিকে বৈদুত্যিক শক্তিতে
D) সৌর শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে

49) ইলেকট্রিক বালবে ব্যবহৃত ফিলামেন্টের:
A) রোধ বেশি, গলনাঙ্ক বেশি
B) রোধ বেশি, গলনাঙ্ক কম
C) রোধ কম এবং গলনাঙ্ক কম
D) রোধ কম

50) আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলের--
A) অ্যালকোহল
B) কেরোসিন
C) পারদ
D) জল

51) চাপের এস আই একক হল
A) পাস্কাল
B) ডাইন
C) জুল
D) ওয়াট

52) বরফ জলে ভাসে, কারণ :
A) এটি কঠিন পদার্থ
B) জলে কিছু খনিজ পদার্থ থাকে
C) বরফ জল অপেক্ষা হালকা
D) এটি জল অপেক্ষা ভারী

53) গরমকালে সাদা পোশাক পরতে হয় কেন?
A) সাদা পোশাক ঘাম বেশি টানে
B) সাদা কাপড় উত্তম উষ্ণতা শোষক
C) সাদা কাপড় উষ্ণতার উত্তম প্রতিফলক
D) এদের কোনোটিই নয়

54) পাখার বাতাস করলে শরীরে ঠান্ডা অনুভূত হয় কেন?
A) বায়ু ঠান্ডা হওয়ার কারণে
B) বায়ুতে বিশেষ কিছু গ্যাস থাকে যার ফলে
C) শরীরের আদ্রর্তার ব্যাপনের কারণে ঠান্ডা অনুভূত হয়
D) এদের কোনোটিই নয়

55) বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কারণ
A) পৃষ্ঠটান
B) মহাকর্ষীয় টান
C) বায়ুমন্ডলীয় চাপ
D) প্রতিসরণ

56) বায়ুমন্ডলে উপস্থিত গ্যাসগুলির মধ্যে কত শতাংশ নাইট্রোজেন গ্যাস রয়েছে ?
A) 78%
B) 16%
C) 0.2%
D) 4%

57) মাধ্যাকর্ষন সুত্র আবিস্কার করেছিলেন
A) নিউটন
B) আইনস্টাইন
C) কোপার্নিকাস
D) গ্যালিলিও

58) প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে—
A) নিউটনর আবিষ্কৃত গতির প্রথম সূত্র
B) নিউটনের আবিষ্কৃত গতির দ্বিতীয় সূত্র
C) নিউটনের আবিষ্কৃত গতির তৃতীয় সূত্র
D) নিউটনের আবিষ্কৃত রিলেটিভির সূত্র

59) একটি ভিড় রাস্তায় একটি গাড়ির গতি হল------এর উদাহরণ
A) সম গতি
B) বৃত্তাকার গতি
C) অসম গতি
D) ঘূর্ণায়মান গতি

60) যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তার ত্বরণ কি হয়?
A) ঋনাত্মক
B) ধনাত্মক
C) শূন্য
D) কোনোটিই নয়